সীমানা সংক্রান্ত মামলায় বাগেরহাটে ইউপি নির্বাচন স্থগিত

| আপডেট :  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৫  | প্রকাশিত :  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৫

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে সীমানা সংক্রান্ত মামলায় একটি ইউনিয়নের সাধারণ নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার মো. সিফাত আল মারুফ এক গণ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ১৬ সেপ্টম্বর নির্বাচন কমিশনের আদেশ মতে আগামি ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য মোরেলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নের সাধারণ নির্বাচন ২০২১ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।

জানা গেছে, “আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু সীমানা সংক্রান্ত একটি মামলা করায় নির্বাচন স্থগিত হয়ে যায়।

এখানে চেয়ানম্যান পদে ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে আছেন।নির্বাচনের মাত্র ৩ দিন পূর্বে নির্বাচন বন্ধের ঘোষণায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে”।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত