বাগেরহাটে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, কনের পরিবারকে জরিমানা
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ১৬ বছর বয়সী এক শিক্ষার্থী। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের দুলাল ফকিরের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত ।
তিনি বলেন, রসুলপুর গ্রামের দুলাল ফকিরের বাড়িতে এক কন্যার বাল্যবিয়ের আয়োজন করলে বিষয়টি আমরা স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরে, দুপুরে ঘটনাস্থলে গিয়ে বিবাহটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া বাল্যবিয়ে আয়োজন করার অপরাধে মেয়ের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।’
শিক্ষার্থীর বাবা দুলাল ফকির বলেন, ‘দক্ষিণ রাজাপুর গ্রামের জানেরখালপাড় এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে রফিক হাওলাদারের সাথে মেয়ের বিয়ে ঠিক করি। কিন্তু প্রশাসনের হস্থক্ষেপে বিয়ে বন্ধ করে দেয়া হয়।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত