সারাদেশের ৪ আক্টোবর থেকে ইলিশ ধরা বন্ধ
রতন আলী মোড়ল,শরিয়তপুর প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর প্রর্যন্ত ২০২১। ১৯ আশ্বিন থেকে ০৯ কার্তিক ১৪২৮ বঙ্গাব্দ। প্রর্যন্ত মোট ২২ দিন প্রধান প্রজানন মৌসুমে মা ইলিশ মাছ ধরা বন্ধ রাখুন এ সময় সাড়া দেশের ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়ে বিক্রয়, ইত্যাদি বিনিময়ে সম্পূ্র্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।
এ আইন অমান্যকারীর শাস্তি কমপক্ষে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০০০ হাজার টাকা জরিমানা কিনবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। প্রতি বছর বরষার শেষ আশ্বিন ও কার্তিক মাসের মধ্যে সাগরের নোনাপানির তলো দেশ থেকে উঠে আসে মিঠা পানির খোজে। নদ নদীর বাংলাদেশ পূর্ব বঙ্গের মনপুরা হাতিয়ার তেতুলিয়া নদীর উজানের মেঘনা নদীর প্রবাল শ্রুতেরগতি রুপালী রঙের কোটি কোটি মা ইলিশের ডিম ছাড়ার জন্য পদ্মা নদীর মিঠা পানি আহরণ করে। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন মৎম্যা অফিসার, কোর্স গার্ট, এসি সেন্ড, ম্যাজিসট্যর্ড, এবং নৌ পুলিশ কর্মকর্তার।
জেলেদের সংগঠনের নেতা-কর্মীকে সার্বিক সহযোগিতায় নিরাপদ রক্ষা পায়না, মা ইলিশ। দেশের কিছু চক্রের আয়োজন করে ইলিশ মাছ আহরন কিভাবে ক্রয় বিক্রয় করতে হবে। বিস্তার জাল পুড়িয়ে দেওয়া হয় নৌকা টলার ভোর্ড ফুটো করে ডুবিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত