যশোরে মাননীয় প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসুচি পালিত
স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে যশোরে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার শহরের সাবেক নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে শেখ ফজলুল হক মনি-আরজু মনি অক্সিজেন ব্যাংকের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক গৃহিত কর্মসূচির অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপনের এই কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় তাল গাছের চারা বিতরণ করেন। কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য সচিব দেবাশীষ দাস দেবু। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ শাহিন, সাবেক ছাত্রনেতা নয়ন অধিকারী, কল্লোল বর্মন,অনিক ইসলাম, তিব্বত, সঞ্জয়, আরিফ হোসেন অধিকারী, সজীব শীল, পলক বিশ্বাস, কৌশিক , লিখন , সুব্রত রায় প্রমুখ।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত