পবিপ্রবিতে ছাত্রলীগের নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
জুবায়ের ইসলাম, দুমকি পটুয়াখালী থেকে: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় একটি আনন্দ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১১ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন মাঠে বৃক্ষরোপন কর্মসূচী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। দুপুর ১.৩০টায় স্থানীয় একটি মাদ্রাসায় দোয়া মাহফিলসহ এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈম হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মহসিন হোসেন, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রোমিও, উপ ক্রীড়া সম্পাদক মশিউর রহমান বাবু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আরাফাত ইসলাম সাগর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তৌফিক হাসান শোভন, আইন সম্পাদক মেহেদী হাসান তারেক, শেরে বাংলা হল-১ শাখা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ শেরেবাংলা হল-২ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি রেজোয়ানা হিমেলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত