দুমকিতে পিলারসহ পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

| আপডেট :  ০১ অক্টোবর ২০২১, ০৮:৩৮  | প্রকাশিত :  ০১ অক্টোবর ২০২১, ০৮:৩৮

জুবায়ের ইসলাম, পটুয়াখালী দুমকি থেকে: দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কালেখা খলিশাখালী গ্রামের সন্যামত বাড়ি থেকে একটি ব্রিটিশ আমলের ম্যাগনেটিক পিলার সহ ৩ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

দুমকি থানা সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এসআই রাসেল মিয়ার নেতৃত্বে, এস‌আই জাফর ও এস‌আই সঞ্জীব সহ পুলিশের একটি টিম বূধবার রাত দেড়টার দিকে মুরাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালেখা খলিশাখালী গ্রামের আঃ সত্তার সন্যামতের বাড়ি থেকে বৃটিশ আমলের ম্যাগনেটিক (পুরার্কীতি) সদৃশ একটি সীমানা পিলার সহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, উত্তর মুরাদিয়ার আঃ ছত্তার সন্যামত ওরফে জ্বীন ছত্তার(৬০) , ফরিদপুরের সদরপুরের জামাল ওরফে ইদ্রিস মুন্সী(৫০) ও জলিল সরদার ( ৪২) এব্যাপারে এস‌আই মাহাবুব বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে পুরার্কীতি আইন ১৯৬৮ চোরাচালান ধারায় মামলা দায়ের করেছেন। দুমকি থানার মামলা নং ৯ তারিখ ৩০/০৯/২০২১ পরে আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী কোর্টে প্রেরণ করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দূস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। উল্লেখ্য আঃছত্তার সন্যামতের ছেলে মোঃ সুমন সন্যামত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আম মার্কা নিয়ে অংশ গ্রহন করেছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত