বাগেরহাটে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু
| আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১০:৩৮
| প্রকাশিত : ০১ অক্টোবর ২০২১, ১০:৩৮
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার শরণখোলায় নানাবাড়ি বেড়াতে এসে পানিতে পড়ে সোহান (৮) ও মাহিম(৫) নামের দুইটি শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (১অক্টোবর) বেলা ২ টার দিকে উপজেলার বড় রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার জিয়া নগর উপজেলার ইদ্রিস হাওলাদারের পুত্র সোহান ও এনামুল পেয়াদার পুত্র মাহিন গত এক সপ্তাহ আগে বাগেরহাটের শরণখোলায় নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সোহান ও মাহিম সবার চোখের আড়ালে পুকুর পাড়ে খেলতে খেলতে পানিতে পড়ে যায়।
পরিবারের ধারণা মাহিন পুকুরে পড়ে গেলে সোহান তাকে তুলতে গিয়ে সে-ও পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে না পেয়ে আত্মীয় স্বজনরা অনেক খোঁজা খুঁজি করে। এরপরও না পেয়ে পুকুরে জাল ফেলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত