নারায়ণগঞ্জে কমে যাচ্ছে মাস্কের ব্যবহার
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরে ঘুরে দেখা যাচ্ছে যে, মাস্ক এর ব্যবহার কমে যাচ্ছে।
করোনাকালীন সময়ে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার হলো বড় হাতিয়ার। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে মানুষজন কেমন যেন অসচেতন হয়ে গেছে। নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় বাজার দিগুবাবুর বাজারে দেখা গেলো সেখানকার দোকানদার বেশীর ভাগই মাস্ক ব্যবহার করছে না।
কিছু কিছু দোকানদার থেকে জানকত চাওয়া হলো যে, কেন এখন তারা মাস্ক পরছেন না? তারা জবাব দেয়, এখন করোনা কমে গেছে তাই তারা মাস্ক পরছে না। কিছু কিছু মানুষ জানালো মাস্ক পরলে নাকি দম বন্ধ হয়ে আসে। এমন কি শহরের চাষাড়া ঘুরেও দেখা গেছে মানুষ এখন মাস্ক এর ব্যবহারের প্রতি অনেক অনিহা।
কিছু সচেতন মানুষ আছে যারা কিনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। প্রশাসন যেনো অন্তত মানুষকে মাস্ক পড়ানোর ব্যাপারে উৎসাহি করে তুলে। এমন কি প্রয়োজনে যেনো জরিমানা ধার্য্য করে। এমনটাই জানিয়েছে সচেতন মহল।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত