মিরপুরে ফিটনেস পরীক্ষা দিতে এসে তামিমা প্রসঙ্গে যা বললেন নাসির
বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ‘ব্যাড বয়’ নাসির হোসেন নারীঘটিত কেলেঙ্কারিতে বারবার আলোচনায় এসেছেন। গত ফেব্রুয়ারিতে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিমা তাম্মি নামের এক বিমানবালার সঙ্গে। কিন্তু তামিমার আগের স্বামী রাকিব দাবি করেন, তাদের এখনও ডিভোর্স হয়নি। সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তেও রাকিবের দাবির প্রমাণ মিলেছে। নাসির-তামিমা দম্পতি এখন আইনী ঝামেলায় জড়িয়ে গেছেন। আগামী ৩১ অক্টোবর নাসির, তামিমা এবং তামিমার মা সুমি আক্তারকে শুনানিতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু এসব ঘটনা নাসিরের মনে খুব একটা প্রভাব ফেলেছে বলে মনে হয়নি।
শনিবার (২ অক্টোবর) নাসির মিরপুর শেরেবাংলার ইনডোরে যান এনসিএলের জন্য ফিটনেস পরীক্ষা দিতে। সতীর্থদের সঙ্গে স্বভাবসুলভ খুনসুটিও করেছেন। এরপর বাধ্যতামূলক ইয়ো ইয়ো টেস্ট দিয়ে ১৭.৪ স্কোর করে পাস মার্ক পেয়ে যান। তার মানে, তিনি এনসিএলে সুযোগ পাচ্ছেন।
মিরপুরে নাসিরের আগমন ক্রিকেটীয় কারণে হলেও তামিমা ইস্যু তার পিছু ছাড়বে না- এটাই স্বাভাবিক। স্বাভাবিকভাবেই নেতিবাচক খবরের শিরোনাম হওয়া নাসিরকে নিয়ে সাম্প্রতিক সময়ে আগ্রহ বেড়েছে। তদন্ত প্রতিবেদনের পর তার বক্তব্য কী, জানতে আগ্রহী নাসির-ভক্তরা। ফলে স্টেডিয়াম ছাড়ার পথে নাসিরের সঙ্গে গণমাধ্যমের কথা বলার চেষ্টা। হাসিমুখেই এই ক্রিকেটার বলে যান, ‘আপনাদের সাবজেক্ট তো একটাই…। ওই ইস্যু নিয়ে এখন কোনও কথা নয়।’
এই বক্তব্যে নাসির পিবিআইয়ের মামলার কথাই কী বললেন! এরপর ফিটনেস ইস্যু নিয়ে নিজেই জানালেন, ১৭.৪ পয়েন্ট নিয়ে তিনি পাস করেছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত