দুমকিতে গাঁজাসহ আটক ২
জুবায়ের ইসলাম দুমকি পটুয়াখালী থেকে: পটুয়াখালীর দুমকিতে ১ কেজি গাঁজাসহ বিপ্রবল (২৪) ও মানিক হালদার (৩২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় লেবুখালি ‘পায়রা সেতু’ সংলগ্ন এলাকায় তাদেরকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১.৩০ মিনিটের সময় দুমকি থানার এসআই উত্তম কুমার ভাট সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নির্মাণাধীন লেবুখালী ব্রিজ এর টোল বক্সের দক্ষিণ পাশে চেকপোস্ট এলাকায় সন্দেহজনক ভাবে তল্লাশি চালিয়ে বিপ্রবল ও মানিক হালদারের নিকট থেকে ১ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে। বিপ্রবল ঝালকাঠি জেলার সদর উপজেলার কৃত্তিপাশা ৪ নং ওয়ার্ডের দুলাল চন্দ্র বল এর ছেলে এবং মানিক হালদার পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সুধীর চন্দ্র হালদারের ছেলে। আটককৃতদের বির“দ্ধে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর ৩৬(১) এর ১৯( ক) ধারায় মামলা দায়ের করে শনিবার দুপুরে পটুয়াখালী আদালতে প্রেরন করা হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত