কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে সেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান

| আপডেট :  ০৩ অক্টোবর ২০২১, ০৫:২৮  | প্রকাশিত :  ০৩ অক্টোবর ২০২১, ০৫:২৮

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্যতম রক্তের সংগঠন কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের পহ্ম থেকে সেচ্ছাসেবকদেরকে সম্মাননা করেন। সকালে এই সংগঠন ২৭৫ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ২০০ জনের ডায়াবেটিস পরীহ্মা করেন। সন্ধ্যায় কেক কেটে বর্ষপূর্তির আলোচনা ও সম্মাননা সার্টিফিকেট বিতরণ করা হয় সকল সেচ্চাসেবীদের।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে ছিলেন বাংলাবাজার বায়তুল আমীন জামে মসজিদের সন্মানীত সভাপতি জনাব মোঃ আমিনুল হক, হোসাইনী নগর ফ্রেন্ডস ক্লাবের চীফ এডমিন মোঃ সোহেল রানা, আরো ছিলেন জালকুরিয়ান ব্লাড গ্রুপের এডমিন, কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপের এডমিন – মডারেটর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সম্মানতি অতিথি জনাব আমিনুল হক বলেন, আজতক আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতে আমি এই সংগঠনের সকল কার্যক্রমে পাশে থাকবো। পরবর্তীতে সকল সেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করেন সকলের প্রিয় মানুষ মোঃ সোহেল রানা।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত