গোপালগঞ্জে পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা শুরু

| আপডেট :  ১১ অক্টোবর ২০২১, ১২:৪৮  | প্রকাশিত :  ১১ অক্টোবর ২০২১, ১২:৪৮

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: দেবী বোধন ও মহাষষ্ঠী পূঁজা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গাপূজা। আজ সোমবার সকাল ৯টায় জেলার এক হাজার ২’শ ২৮টি মন্ডপে একযোগে শুরু হয় দুর্গা পূঁজা। এ সময় বেল গাছ তালায় পুরোহিতের মন্ত্রের উচ্চারনে প্রত্যেকটি মন্দিরে সৃষ্টি হয় ধর্মীয় আবাহ।

ঢাকের বাজনা, উলু ও শংখের ধ্বনি এবং কাসির বাদ্যের তালে তালে মুখোরিত হয়ে ওঠে প্রত্যেকটি মন্দির, শহর থেকে গ্রাম।

এ সময় সনাতন ধর্মালম্বীরা ফল, মিষ্টি ও বিভিন্ন উপকরন দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবী দূর্গাকে নিবেদন করেন। পরে দেবী দূর্গার আর্শীবাদ নেন ভক্তরা।

এবছর সরকারী নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজার রেখে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। দুর্গা পূঁজাকে আনন্দমুখর করে তুলতে মন্দিরগুলোতে নেওয়া হয়েছে নানা আয়োজন। প্রতিটি মন্ডপ ও আশপাশের সড়কগুলো রঙিন আলোয় করা হয়েছে আলোকসজ্জা। বিভিন্ন স্থানে নির্মান করা হয়েছে তোরন।

দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে পুলিশ ও মন্দির কমিটির পক্ষ থেকে পুলিশ আনসার ও স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। আগামীকাল মঙ্গলবার সপ্তমী পূজার মধ্য দিয়ে দেবী দূর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। আগামী ১৫ অক্টোবর (শুক্রবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসবের।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত