ফতুল্লা ইউনিয়ণ নির্বাচনে আবারো চেয়ারম্যানের পথে সাইফুল্লাহ বাদল

| আপডেট :  ১৩ অক্টোবর ২০২১, ১০:৪৩  | প্রকাশিত :  ১৩ অক্টোবর ২০২১, ১০:১৮

সোহেল আহমেদ ভূঁইয়া,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নে আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন বর্তমান চেয়ারম্যান সাইফউল্লাহ বাদল যিনি থানা আওয়ামী লীগের সভাপতি। এবারও সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার ঘোষণা দিয়ে সরে গেছেন।

১২ অক্টোবর এমপি শামীম ওসমানের উপস্থিতি উভয় পক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত আসে। তখন মোমেন শিকদার এবারের মতো নিজেকে সরিয়ে নেন। ফলে সাইফুল্লাহ বাদলের সামনে আর কোন বাধা থাকলো না। গতবারও মোমেন শিকদার শেষ সময়ে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ইতোমধ্যে সাইফুল্লাহ বাদলকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।

ওই সভায় বক্তাবলীর চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সেক্রেটারী শওকত আলী, এনায়েতনগরের চেয়ারম্যান ও থানার সহ সভাপতি আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত