বাগেরহাটে ১০ দিনে দুই লাখ মিটার জাল জব্দ

| আপডেট :  ১৪ অক্টোবর ২০২১, ০৭:০৭  | প্রকাশিত :  ১৪ অক্টোবর ২০২১, ০৭:০৭

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে ইলিশ আহরণে নিষেধাজ্ঞার দশ দিনে বাগেরহাট থেকে দুই লাখ মিটার ইলিশ ধরার জাল জব্দ কর পুড়িয়ে ফেলা হয়েছে। গত ৪ অক্টোবর থেকে শুরু করে১৩ অক্টোবর পর্যন্ত বাগেরহাট জেলার বিভিন্ন নদ- নদীতে প্রায় ১৬৩ টি অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে মৎস্য বিভাগ।

এছাড়া মৎস্য বিভাগের পক্ষ থেকে ২৭ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৮ হাজার ৫ শত টাকা জরিমানা ও প্রায় ১৬ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় ৭ টি মামলা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা এএস এম রাসেল বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিন ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। সরকার ঘষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে সক্রিয় রয়েছে মৎস্য অধিদপ্তর। এরপরও কিছু জেলে মৎস্য অধিদপ্তরের চোখ ফাঁকি দিয়ে ইলিশ আহরণের চেষ্টা করছে। যারা নিষেধাজ্ঞা অমান্য করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত