ঢাকা পুলিশকে হারিয়ে হ্যাট্রিক শিরোপা অর্জন করল নারায়ণগঞ্জ পুলিশ
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা পুলিশকে হারিয়ে ঢাকা রেঞ্জ ভলিবল টুর্নামেন্টে হ্যাট্রিক শিরোপা অর্জন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা পুলিশ লাইন্সে ঢাকা জেলা পুলিশ দলকে ৩-১ সেটে হারায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ দল।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( ক সার্কেল) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহআলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসাইন স্মিথ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি হাবিবুর রহমান বলেন, আজকের খেলা আমরা অনেক উপভোগ করেছি। দুটি দলই তাদের সেরা খেলা উপহার দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে সেজন্যে তাদের অভিনন্দন। ঢাকা জেলাকেও অভিনন্দন এ পর্যন্ত আসার জন্যে। খেলা যাতে প্রতিদিন চলতে থাকে সেজন্য সবাইকে অনুরোধ করবো। গতবার ভলিবল টুর্নামেন্টে ঢাকা রেঞ্জ পুলিশ চ্যাম্পিয়ন হয়েছিলো। সে ধার যাতে বজায় থাকে সে প্রত্যাশা রাখছি। বক্তব্য শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত