যুক্তরাজ্যে এমপিকে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২১, ০১:০৮  | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২১, ০১:০৮

ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির কাছ থেকে হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। হামলায় আহত স্যার ডেভিড অ্যামেস বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির জনপ্রতিনিধি

কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৮৩ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন বলে স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

এ ব্যাপারে বিস্তারিত কিছু জানতে পারেনি বলে অ্যামেসের কার্যালয়ের তরফ থেকে জানা গেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আমরা এই ছুরিকাঘাতের খবর পাই। কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ জানিয়েছে, ৬৯ বছর বয়সী অ্যামেসকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া অ্যামেসকে হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স দেখা গেছে বলে স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত