ফিরে গেলেন সাকিব-লিটন

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২১, ০৫:০২  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২১, ০৫:০২

টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তা ছিল। সেই শঙ্কা নিয়েই আজ (২৪ অক্টোবর) শারজায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা। অবশেষে সব শঙ্কা দূর করে দারুণ শুরু করেছেন দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস। তবে দলীয় ৪০ রানের মাথায় ব্যক্তিগত ১৬ রান করে ফিরে গেছেন লিটন দাস। আর পাওয়ার-প্লেতে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন সাকিব আল হাসান। করুণারত্নের দুর্দান্ত একটি ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। তার আগে দুই চারের সাহায্যে ৭ বলে ১০ রান করেন।

আজ বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার তাসকিন আহমেদকে বসানো হয়েছে। তার জায়গায় স্কোয়াডে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। কন্ডিশন বিবেচনায় এই পরিবর্তন বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত