বিমানবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
বাংলাদেশ বিমানবাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ৮৬ তম বাফা কোর্সে লোকবল ভর্তি নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ বিমানবাহিনী
পদের নাম- ক্যাডেট অফিসার
শাখা- জিডি(পি), লজিস্টিক/এটিসি,এডিডব্লিউসি/মিটিওরলজিক্যাল, ফিন্যান্স ও এডমিন
আবেদন যোগ্যতা:
১। বাংলাদেশি নাগরিক হতে হবে।
২। অবিবাহিত হতে হবে।
৩। বয়সসীমা ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছর পর্যন্ত।
৪। উচ্চতা- পুরুষ কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ইঞ্চি
৫। উচ্চতা- মেয়ে ৬২-৬৪ ইঞ্চি, বুকের মাপ ২৮ইঞ্চি।
৬। ওজন বয়স ও উচ্চতা অনুসারে।
৭। দৃষ্টিশক্তি ৬/৬
সুযোগ সুবিধা:
১। প্রশিক্ষণকালীন অফিসর ক্যাডেটদের মাসিক বেতন ১০০০০ টাকা।
২। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://joinairforce.baf.mil.bd/ থেকে।
আবেদনের সময়: ২৬ অক্টোবর, ২০২১ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত