দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

| আপডেট :  ২৬ অক্টোবর ২০২১, ১০:২৯  | প্রকাশিত :  ২৬ অক্টোবর ২০২১, ১০:২৯

জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দুমকিতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও একই পরিবারের ৫ জনসহ মোট ৮জন আহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার লালখাঁন ব্রীজ এলাকার শরীফ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা জানান, লেবুখালীর পাগলার মোড় থেকে মাহিন্দ্রা (আলফা)চরগরবদি ফেরী ঘাটের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসে, মাহেন্দ্রাটি লাল খাঁন ব্রীজের কাছা কাছি পৌঁছলে বিপরীত দিক থেকে গাছ বোঝাই একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহেন্দ্রা চালক মোঃ জয়নাল আবেদিন (৩৫) কে মৃত্যু ঘোষণা করেন।নিহত জয়নালের বাড়ি উপজেলার দুমকি গ্রামে, তিনি আব্দুল জব্বার গাজীর ছেলে।

আহত একই পরিবারের ৫ জন হলেন-উপজেলা টিএনটি অফিসে কর্মরত মোঃ বাবুল সিকদার (৫০) তার স্ত্রী আবিদা সুলতানা (৪৮) তার মেয়ে সাবিহা (২৪) মেয়ে রিতু আক্তার (১৭) ও সাবিহার ৬ মাসের সন্তান আরহাম। অন্য আহতরা হলেন দুমকি গ্রামের মোঃ রাসেদুল ইসলাম (২০)মোঃ তৌহিদ (২০) মোঃ মাইনুল হোসেন (১৮) গুরুতর আহত সাবিহাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবদুস সালাম নিহত ও আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত