পবিপ্রবির জার্মপ্লাজমে কৃষকদের মাঝে গাছের চারা ও বীজ বিতরন
জুবায়ের ইসলাম, দুমকি পটুয়াখালী প্রতিনিধি: মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্মপ্লাজম সেন্টারে কৃষকের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ করা হয়। বৃহঃবার সকাল সাড়ে ১১টায় জার্মপ্লাজমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস- চ্যান্সেলর প্রফেসর ডক্টর স্বদেশ চন্দ্র সামন্ত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ডঃ মোহাম্মদ আলী, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ডঃ পূনেন্দ্রু বিশ্বাস, এগ্রোনমি বিভাগের প্রফেসর ডঃ গোপাল সাহা , প্রফেসর ডঃ আবু ইউসুফ, রেজিস্ট্রার ডঃ কামরুল ইসলাম, হিসাব শাখার পরিচালক মোঃ জসিম উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগ উপ-পরিচালক ইমরান হোসেন প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন জার্ম-প্লাজমের সেন্টারের পরিচালক প্রফেসর ডঃ মাহবুব রব্বানী। সভা শেষে উপস্থিত ১শ’জন কৃষক কৃষানীদের মাঝে পবিপ্রবির জার্ম-প্লাজমে উদ্ভাবিত উন্নত জাতের ১হাজার ফলের চারা, বীজ ও জৈব সার বিতরণ করা হয়। পরে ভাইস-চ্যান্সেলর জার্ম-প্লাজমের বাগান পরিদর্শন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত