আদাবরে ছুরিকাঘাতে জখম আয়েশা মারা গেছেন
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম পোশাক শ্রমিক আয়েশা সিদ্দিকা চিকিৎসাধীন অবস্থায় (২২) মারা গেছেন। শুক্রবার বিকালের দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। আয়েশা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন। এরআগে, শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নবোদয় হাউজিং বাজারের পাশে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।
আহত আয়েশার বোন খালেদা আক্তার জানান, তাদের বাসা আদাবর নবীনগর হাউজিং এলাকায়। আয়েশা মোহাম্মদপুরে সাইনেস্ট গ্রুপ পোশাক কারখানায় চাকরি করেন। তার স্বামী রুবেল ঢাকা উদ্যানে ইলেকট্রিকের কাজ করেন। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলায়।
আহতাবস্থায় আয়েশা জানিয়েছিলেন, তিনি বাসার সামনে থেকে রিকশা নিয়ে ঢাকা উদ্যান হয়ে মোহাম্মপুর বেড়িবাঁধে গার্মেন্টে যাচ্ছিলেন। পথে নবোদয় হাউজিং বাজারের কাছে পৌঁছলে দুই যুবক রিকশা থেকে নামিয়ে একজন ধরে রাখে আরেকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে চিৎকার করলে তারা পালিয়ে যায়। তাদের আমি চিনতে পারিনি। তবে আমার কাছ থেকে কিছুই নেয়নি।
আয়শার স্বামী রুবেল বলেন, কিছু দিন ধরে দুই যুবক আমার স্ত্রীকে উত্ত্যক্ত করছিল। আমার ধারণা তারাই ছুরিকাঘাত করে পালিয়েছে। ঢামেক সূত্র জানিয়েছে, আহত আয়েশার পিঠে তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত