জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
আজ বুধবার (০৩ নভেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সকল সংগঠন এবং উপজেলা পরিষদ ফুল দিয়ে জানায়।
পরে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম, হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, যুব মহিলা লীগের সভাপতি কাজী জোনাকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম সহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত