মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ছাড়াছড়ি

| আপডেট :  ০৩ নভেম্বর ২০২১, ০৩:৫৭  | প্রকাশিত :  ০৩ নভেম্বর ২০২১, ০৩:৫৭

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর ছাড়াছড়ি হয়েছে। এ নির্বাচনে ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগ একক প্রার্থী দিলেও এক’শ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ননীক্ষীর ইউনিয়নেই চেয়ারম্যান পদে প্রার্থী সংখ্যা ২৫জন।

নির্বাচনে আওয়ামী লীগের ১৬জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন ও স্বতন্ত্র ৭৭ জন প্রার্থী রয়েছেন। এছাড়া সাধরন সদস্য পদে ৫০৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হাচেন উদ্দিন স্বাক্ষতির এক পত্রে এসব তথ্য জানাগেছে।

নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আগামী ২৮ নভেম্বর মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে আওয়ামী লীগ ১৬টি ইউনিয়নে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭ ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে। তবে ১৬ ইউনিয়নে ৭৭ জন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে।

এর মধ্যে পশারগাতি ইউনিয়ন: ৫ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন। সদস্য পদে ৩১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন। গোবিন্দপুর ইউনিয়ন : ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন। সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। খান্দারপাড়া ইউনিয়ন : ৩ জন প্রার্থীর আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন। সদস্য পদে ২০ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন। বহুগ্রাম ইউনিয়ন : ৮ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৭ জন। সদস্য পদে ৩২ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন। বাঁশবাড়ীয়া ইউনিয়ন : ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৩ জন। সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন। ভাবড়াশুর ইউনিয়ন : ৩ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন। সদস্য পদে ২৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন। মহারাজপুর ইউনিয়ন : ৮ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন স্বতন্ত্র প্রার্থী ৬ জন। সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। বাটিকামারি ইউনিয়ন : ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন। সদস্য পদে ৩১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন। দিগনগর ইউনিয়ন : ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন। সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন। রাঘদী ইউনিয়ন : ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ও স্বতন্ত্র প্রার্থী ৩ জন। সদস্য পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন। গোহালা ইউনিয়ন : ৩ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ২ জন। সদস্য পদে ২৮ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। মোচনা ইউনিয়ন : ৬ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন। সদস্য পদে ৩৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬ জন। উজানী ইউনিয়ন : ৪ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৩ জন। সদস্য পদে ৩৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। কাশালিয়া ইউনিয়ন : ৮ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৬ জন। সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন। ননীক্ষীর ইউনিয়ন : ২৫ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী ২৩ জন। সদস্য পদে ২৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন। জলিরপাড় ইউনিয়ন : ৫ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের একজন ও স্বতন্ত্র প্রার্থী ৪ জন। সদস্য পদে ৩১ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত