দুমকিতে বিএনপির ইউনিয়ন আহবায়ক কমিটি গঠন
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দুমকি উপজেলার ৫ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ খলিলুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল আলম মৃধা স্বাক্ষরিত প্রতিটি ইউনিয়নে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে শ্রীরামপুর ইউনিয়নে মোঃ ফারুক হোসেন হাওলাদারকে আহবায়ক, মোঃ রুহুল আমিন হাওলাদারকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোঃ খলিলুর রহমান জোমাদ্দারকে সদস্য সচিব করা হয়। মুরাদিয়া ইউনিয়নে মাওলানা আব্দুল মতিন খান কে আহবায়ক, ইশরাত হোসেন শাহীন কে সিনিয়র যুগ্ন-আহবায়ক ও মোঃ মাসুদ পারভেজ কে সদস্য সচিব করা হয়।
আঙ্গারিয়া ইউনিয়নে মাস্টার আবু হানিফ খানকে আহবায়ক, মোঃ নুরুল ইসলাম খান কে সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মোঃ মহিবুল্লাহ কে সদস্য সচিব করা হয়। পাঙ্গাশিয়া ইউনিয়ন মোঃ মিজানুর রহমান মামুন মুন্সিকে আহবায়ক, মোঃ জাকির হোসেন আকন কে সিনিয়র যুগ্ম-আহবায়ক ও মোঃ আমিনুল ইসলাম বারেক (মেম্বার) কে সদস্য সচিব করা হয়।
লেবুখালি ইউনিয়নে আব্দুল খালেক হাওলাদার কে আহবায়ক আবু সালেহ আকন কে সিনিয়র যুগ্ন-আহবায়ক ও মোঃ রফিকুল ইসলাম (মেম্বার) কে সদস্য সচিব করা হয়। গঠিত কমিটিকে আগামী পনের দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন আয়োজন করার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত