ডিজেল মূল্য বৃদ্ধিতে বাসের ভাড়া অর্ধেক বেড়ে গেল
সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: সারাদেশে বেড়ে গেলো কেরোসিন ও ডিজেলের মূল্য। গতকাল পর্যন্ত মূল্য ছিলো ৬৫ টাকা যা কিনা বর্তমানে ৮০ টাকা হলো। মূল্য বৃদ্ধির সংবাদ পাবার পরই যেনো নারায়ণগঞ্জের পরিবহনে টিকেটের মূল্য বৃদ্ধির তৎপরতা বেশি। কাউন্টারগুলো ঘুরে দেখা যাচ্ছে বন্ধন /উৎসব এর ৩৬ টাকার ভাড়া আজ সকাল থেকে ৫০ টাকা রাখা হচ্ছে। অন্যদিকে শীতল এসি বাসের ভাড়া ৫৫ টাকা থেকে ৬৫ টাকা রাখা হচ্ছে।
জনগনের মাঝে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেখানে ডিজেলের দাম বাড়লো লিটারে ১৫টাকা, সেখানে প্রতি টিকেটে বেড়ে গেলো ১০ টাকা থেকে ১৪ টাকা। বন্ধন বাসের এক যাত্রী জানালো, আমাদের আয় বাড়েনি তবে ব্যয় দিন দিন বেড়েই চলছে৷ এখন এভাবে বাস ভাড়া অতিরিক্ত বাড়ানোর ব্যাপারটা পরিবহন মালিকরা মোটেও ঠিক করেনি। সরকার এই ব্যাপারটা একটু দেখার অনুরোধ জানিয়েছেন সকল যাত্রী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত