দূরপাল্লার বাসে প্রতি কিলোতে ২ টাকা, মহানগরে ১.৭০ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব
ডিজেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে দুই টাকা এবং মহানগরে ১ টাকা ৭০ পয়সা করার প্রস্তাব দিয়েছে বিআরটিএ। এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব আকারে যাবে মন্ত্রণালয়ে।
রোববার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে ডিজেলের দামের সাথে সমন্বয় করে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে মালিকপক্ষের সাথে বৈঠকে বসে বিআরটিএ।
এর আগে দূর পাল্লায় কিলোমিটারে ১ টাকা ৮২ পয়সা ও মহানগরে কিলোমিটারে ২ টাকা ১০ পয়সা করতে চেয়েছিল বিআরটিএ। অপরদিকে দূর পাল্লার জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৯ পয়সা এবং মহানগরের জন্য ২ টাকা ৪৯ পয়সা ভাড়ার প্রস্তাব করে পরিবহন মালিকরা। নতুন প্রস্তাবে, দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি যাত্রীকে বাড়তি ৫৮ পয়সা গুনতে হতে পারে। আর মহানগরে ভাড়া বাড়তে পারে ৭০ পয়সা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটে অচল দেশের পরিবহন ব্যবস্থা। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। এই অচলাবস্থা কাটাতে ধর্মঘটের তৃতীয় দিনে পরিবহন মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী নতুন ভাড়া নির্ধারণের জন্য বৈঠক শুরু হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত