সোমবার থেকে লঞ্চ চলাচল শুরু
লঞ্চে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া ৬০ পয়সা বেড়েছে।রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় লঞ্চ মালিকদের সঙ্গে সরকারের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে এই বৈঠক হয়। এখন ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া ১ টাকা ৭০ পয়সা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,সেটা হবে ২ টাকা ৩০ পয়সা। আর ১০০ কিলোমিটারের ঊর্ধ্বের দূরত্বে প্রতি কিলোমিটারে বর্তমান যাত্রী ভাড়া ১ টাকা ৪০ পয়সা। এটা হবে ২ টাকা।
এদিন বিকেল পৌনে ৪টায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তা চলে। এসময় নৌ-ধর্মঘট প্রত্যাহার করা হয়। ৮ নভেম্বর থেকে অভ্যন্তরীণ নৌ-পথে লঞ্চ চলাচল করবে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত