স্টিকার লাগানো হবে সিএনজিচালিত বাসে

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২১, ১০:৩২  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২১, ১০:৩২

সিএনজিচালিত বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া বন্ধে এবার স্টিকার লাগিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, সিএনজি চালিত বাসে আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেব, যাতে অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে আমরা তথ্য চেয়েছি।

বিআরটিএ সূত্রে জানা গেছে, বাস ও মিনিবাসের মালিকদের কাছ থেকে তথ্য পাওয়ার পর অনুসন্ধানে নামবে বিআরটিএ। তারপর স্টিকার লাগানো হবে। এসব কার্যক্রম সম্পন্ন হবে দ্রুত সময়ের মধ্যে।

ডিজেল কেরোসিনের দাম বাড়ায় মালিকদের দাবির প্রেক্ষিতে ডিজেলে চালিত বাসের ভাড়া বাড়িয়েছে বিআরটিএ। তবে সিএনজিচালিত বাস-মিনিবাসে নতুন ভাড়া কার্যকর হবে না।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত