আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র

| আপডেট :  ১১ নভেম্বর ২০২১, ০৯:২৪  | প্রকাশিত :  ১১ নভেম্বর ২০২১, ০৯:২৪

বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এই টিকা আসবে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে উদ্ধৃত করে বৃহস্পতিবা এক বার্তায় একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সভাপতিত্বে কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ ও পরবর্তী করণীয় নিয়ে ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা আসে। এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাবে বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহ্বানে ভার্চুয়াল বৈঠক শেষে উপহার দেওয়ার এ ঘোষণা আসে।

উল্লেখ্য, এর আগে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত