সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

| আপডেট :  ১২ নভেম্বর ২০২১, ০৭:১০  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২১, ০৭:১০

লালমনিরহাটের কালীগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শক্রবার ভোররাতে গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর প্রধান পিলারের ৫ নম্বরের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ইউনিয়নের মালগড়া এলাকার আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিন। তারা সীমান্তে ভারতীয় গরু পারাপার করতে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদুল ইসলাম। তিনি জানান, সীমান্তের ওপারে গরু আনতে যান আসাদুজ্জামান ভাসানী ও মোসলেম উদ্দিনসহ তার সঙ্গীরা। ফেরার পথে বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের মরদেহ নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা বিষয়টি জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত