বৃষ্টিপাতের আভাস, যা জানাল আবহাওয়া অফিস

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২১, ১১:১৩  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২১, ১১:১৩

আরও দুইদিন দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃষ্টি শেষে তাপমাত্রা কমলেও পরে তা বাড়বে। শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ওমর ফারুক এ সব তথ্য জানান। শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। পশ্চিমা লঘুচাপটি হিমালয়ের-পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। রোববার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩মিনিট। সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত