ঈমানি মৃত্যু লাভে যে দোয়া পড়বেন
ফরজ ইবাদতের পর মুসলিমরা আল্লাহ তা’আলার রাজি খুশির জন্য বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। নফল ইবাদতের মধ্যে বিভিন্ন জিকির আজগার অন্যতম। ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়া:রাব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহাব। (সুরা আল ইমরান, আয়াতঃ ০৮)
বাংলা অর্থ: হে আমাদের পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর, তুমিই মহান দাতা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত