খালেদার চিকিৎসা আবেদনপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে:স্বরাষ্ট্রমন্ত্রী

| আপডেট :  ২১ নভেম্বর ২০২১, ০৪:৪৮  | প্রকাশিত :  ২১ নভেম্বর ২০২১, ০৪:৪৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ২০ দলীয় জোট। রোববার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন জোটের পাঁচ দলের শীর্ষ নেতারা।তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‘এর আগেও প্রধানমন্ত্রীর কাছে খালেদা জিয়ার ছোট ভাই একটি আবেদন করেন। সেটা আমি আইন মন্ত্রণালয়ে মতামতের জন্য পাঠায়েছিলাম। এ নিয়ে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে যথাযথ বলেছেন আইনমন্ত্রী।’

আরও পড়ুন: খালেদার বিদেশে চিকিৎসার দাবিতে সংসদের সামনে বিএনপির সাংসদরা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এটা বলার পর ২০ দলীয় জোটের নেতারা বলেছেন- মানবিক কারণে দেয়া যায় কি না। সেটা বিবেচনা করার জন্য আমার কাছে পত্র দিয়েছেন তারা। এটা যেখানে প্রয়োজন সেখানে…প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো।’

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত