দুমকিতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
জুবায়ের ইসলাম,দুমকি,পটুয়াখালী প্রতিনিধি: দুমকিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প এর আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সন্তোষদী গ্রামে জসিম সিকদারের বাড়ির আঙিনায় আয়োজিত করা হয়।
মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেহের মালিকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি মনিটরিং অফিসার আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ, উৎপাদন, সংরক্ষণ বিতরণ প্রকল্পের কৃষিবিদ তাজুল ইসলাম । এসময় আরও উপস্থিত ছিলেন,দুমকি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন সহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং উক্ত কর্মশালায় সন্তোষদী ব্লকের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি কৃষকদের বীজ সংগ্রহ করে সংরক্ষণের বিভিন্ন পদ্বতি সম্পর্কে অবহিত করেন। এর আগে কর্মকর্তাবৃন্দ উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি ব্লকের কৃষকদের উচ্চ ফলনশীল ব্রি ধান ৫২ জাতের ক্রপ হারভেষ্ট পরিদর্শন করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত