দুমকিতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।
জানা যায়, ২৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩.৩০ মিনিটে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। উক্ত অগ্নিকান্ডে ৩জন দোকানীর ৩টি দোকান সম্পূর্ন পুড়ে ভস্মিভূত হয়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৬ লক্ষাধিক টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গভীর রাতে ফার্মেসী, চা, মুদী-মনোহরী ও কসমেটিক্সের দোকানে আগুনের লেলিহান দেখে ডাকচিৎকার শুরু করলে স্থানীয় জনগন ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। দোকানের মালিক আবুল হোসেন শিকদার, আবদুর রব শিকদার ও মনির হোসেনের সবকিছু পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃশ্ব হয়ে পড়েছেন তারা।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত