বংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

| আপডেট :  ২১ মে ২০২১, ১০:০০  | প্রকাশিত :  ২১ মে ২০২১, ১০:০০

বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। শুক্রবার ঢাকার চীনা দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়। ঢাকার চীনা দূতাবাস জানায়, শুক্রবার ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপ হয়েছে। আলাপকালে চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

চীনা দূতাবাস আরও জানায়, বাংলাদেশের করোনাভাইরাসের সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।

এর আগে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দেয় চীন। যা গত ১২ মে দেশে আসে। ওই সময় সিনোফার্মের এই টিকাসহ ও এডি সিরিঞ্জও বাংলাদেশকে দেয় চীন।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ট্রায়াল) করতে যাচ্ছে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান। টিকার পরীক্ষার পাশাপাশি তারা যৌথ গবেষণা ও উৎপাদনের কারখানাও স্থাপন করতে চায়। এসব বিষয়ে চূড়ান্ত আলোচনার জন্য প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট দু-এক দিনের মধ্যে ঢাকায় আসছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত