বাংলাদেশ লকডাউন হবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই ওমিক্রন ইস্যুতে নতুন করে লকডাউনের চিন্তাভাবনা নেই। রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রন বাড়লেও বাংলাদেশের পরিস্থিতি ভালো। তাই ভারতের সাথে আপাতত সীমান্ত বন্ধের পরিকল্পনা নেই। দেশে পর্যাপ্ত করোনা টিকা রয়েছে বলেও জানান মন্ত্রী।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের সংক্রমিত হয়ে দেশে না আসারও অনুরোধ জানান। একই সঙ্গে মৃত্যুহার শূন্যের কোঠায় নামাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত