প্রয়োজনে ডা. মুরাদ ও মাহিকে ডিবিতে ডাকা হবে: হারুন

| আপডেট :  ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৩৯  | প্রকাশিত :  ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৩৯

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে নায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার জেরে প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির যুগ্ম-কমিশনার হারুন অর রশিদ এ কথা জানিয়েছেন।

ফোনালাপে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহারের কথা বলেছিলেন ডা. মুরাদ হাসান। এ ধরনের কাজে ব্যবহার হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘আমি অন্য কোনো বাহিনীর কথা বলব না। যেহেতু তিনি (মুরাদ হাসান) ডিবির কথা উল্লেখ করেছেন। প্রয়োজনে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব।’

এদিকে নায়ক ইমনের মোবাইল থেকে অডিওটি ছড়িয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমরা এখনো তদন্ত করছি এটা।

অন্যদিকে মাহি দেশে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা মাহিকেও জিজ্ঞাসাবাদ করব।’

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয় বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে প্রতিমন্ত্রীকে জানিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত