১২ ডিসেম্বর মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল

| আপডেট :  ০৯ ডিসেম্বর ২০২১, ০১:৫০  | প্রকাশিত :  ০৯ ডিসেম্বর ২০২১, ০১:৫০

উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও রুটে আগামী ১২ ডিসেম্বর থেকে পরীক্ষামূলক চলাচল করবে মেট্রোরেল। আট সেট ট্রেন যাত্রী ছাড়া চলাচল করবে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক এ কথা জানান। তিনি বলেন, সেজন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে। তিনি বলেন, বিজয়ের মাসে আমরা আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্ট করব। সে অনুযায়ী ১২ ডিসেম্বর মেট্রো রেল আগারগাঁও পর্যন্ত আসবে।

আগামী বছরের ডিসেম্বরে দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনার কথা ‍তুলে ধরে সিদ্দিক বলেন, মতিঝিল পর্যন্ত চলাচল শুরু করা যাবে ২০২৩ সালের ডিসেম্বরে। আমরা সেভাবেই কাজ করছি। নির্ধারিত সময়েই ওই অংশ পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে।

গত ২৯ আগস্ট থেকে মেট্রোরেলের পারফরম্যান্স পরীক্ষা চলছে। ছয় মাস ধরে এ পরীক্ষা চলমান থাকবে। আগারগাঁও পর্যন্ত নয়টির মধ্যে ছয়টি স্টেশনে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশনের মধ্যে মেট্রোরেলের পারফরম্যান্স পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত