গোপালগঞ্জে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে ১ লক্ষ ৭৭ হাজার শিশুকে

| আপডেট :  ১১ ডিসেম্বর ২০২১, ০৪:৫২  | প্রকাশিত :  ১১ ডিসেম্বর ২০২১, ০৪:৫২

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১ লক্ষ ৭৭ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা শহরের মিয়াপাড়ায় মেরী স্টোপস ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইলিয়াছুর রহমান।

এসময় সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ, ভারপ্রাপ্ত পৌর মেয়র নাজমুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারে জেলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১ লক্ষ ৭৭ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ২৯৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৩ হাজার ৭১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ১ হাজার ৭০৫ টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩হাজার ৪১০ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন। আজ থেকে ১৪ ডিসেম্বর পযর্ন্ত চারদিন ব্যাপি এ ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন চলবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত