দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধ’র্ষ’ণ, নগ্ন ছবি ফেসবুকে ছাড়ানোয় গ্রেফতার ২
জুবায়ের ইসলাম, দুমকি (পটুয়াখালী)থেকে: দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে তার ভিডিও ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ঘটনায় কামরুল আকন (২৬) হাবিব আকন(৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আকন বাড়ি এলাকায়।
দুমকি থানা পুলিশ জানায়, উপজেলার মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর এক ছাত্রী একই বাড়ির আঃ হক আকনের ছেলে কামরুল বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে ওই ছাত্রী রাজি না হওয়ায় শনিবার বিকেলে কামরুল আকন,হাবিব আকনসহ ৪ থেকে ৫ জন ঔ ছাত্রীর নির্জন ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক যোগাযোগে ছবিটি ভাইরাল হলে দুমকি থানা পুলিশ কামরুল ও হাবিব কে রবিবার রাতে গ্রেফতার করে।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে। ধর্ষণের শিকার ওই মাদ্রাসার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে দুমকি থানায় মামলা হয়েছে মামলা নং ০৬ এবং ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী এবং গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত