শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহীদদের স্মরণ করেন বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ, টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, টুঙ্গিপাড়া পৌরসভা, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজসহ বিভিন্ন সংগঠন। পরে বঙ্গবন্ধু, পরিবারের শহীদ সদস্য ও শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশষে মোনাজাত করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সোলাইমান বিশ্বাস, উপজেলা নির্বাহি কর্মকর্তা এ.কে.এম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহমুদ, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ সাহাদাত হোসাইনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত