গোপালগঞ্জে অসহায় শিশুদের উষ্ণ ভালবাসা বিতরণ

| আপডেট :  ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৩৫  | প্রকাশিত :  ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৩৫

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: ‘চলো এবার একসাথে, দাঁড়াই এবার শীতার্তদের পাশে’ এ স্লোগানে গোপালগঞ্জে ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের নতুন জামা, পটেটো চিপস, মাস্ক দিয়ে “উষ্ণ ভালবাসা বিতরণ” করেছে পথ শিশু সেবা সংগঠন।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র পরিবারের ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের হাতে এসব জামা, পটেটো চিপস ও মাস্ক তুলে দেয়া হয়।

এসময় সংগঠনের সভাপতি ফারজানা আক্তার খুশি, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা উপ‌স্থিত ছিলেন।

সংগঠন‌টির সভাপ‌তি ফারজানা আক্তার খু‌শি বলেন, মানবিক কারণেই প্রতিবছর বি‌ভিন্ন সময় এ অসহায় দ‌রিদ্র ও খেটে খাওয়া মানুষ ও শিশুদের মা‌ঝে নানা ধরনের উপহার বিতরণ করে থাকে পথ‌শিশু সেবা সংগঠন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত