প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবসে গোপালগঞ্জে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় পৌর মুক্ত মঞ্চে শহীদদের প্রতিকৃতির সামনে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করা হয়।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এ প্রদীপ প্রজ্জ্বলনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, শিল্পকলা একাডেমীর শিল্পীরা ও শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
এর আগে পৌর মুক্ত মঞ্চে শিল্পকলা একাডেমীর শিল্পীরা দেশত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করেন। দর্শকরা এ অনুষ্ঠান উপভোগ করেন।
এদিকে, মুকসুদপুরে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ। এসময় মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আলাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত