দেশে ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ১৫ হাজারের বেশি

| আপডেট :  ২৬ জানুয়ারি ২০২২, ০৯:০৭  | প্রকাশিত :  ২৬ জানুয়ারি ২০২২, ০৫:১৩

করোনাভাইরাসে নতুন রোগী শনাক্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) মোট ১৫ হাজার ৫২৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১৭ জনের।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর এতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত