বিদেশে বিএনপি-জামায়াতের ৮ লবিস্ট ফার্ম: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং অগ্রগতি বন্ধে ৮টি লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বিএনপি-জামায়াত জোট। বুধবার (২৬ জানুয়ারি) সংসদ অধিবেশনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
তিনি বলেন, বিএনপির এমপি হারুনুর রশিদ এবং রুমিন ফারহানা আওয়ামী লীগের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করা নিয়ে সংসদে মিথ্যাচার করেছে। সরকার লবিস্ট ফার্ম নিয়োগ করেনি বরং পিয়ার ফার্ম নিয়োগ করেছে। বিএনপি-জামায়াতের অপপ্রচারের বিরুদ্ধে জবাব দেয়ার জন্য।
ড. মোমেন বলেন, ১ লাখ ৫০ ডলার দিয়ে বিএনপি লবিস্ট ফার্ম নিয়োগ দেয়। ২০১৯ সালে বাংলাদেশ বিরোধী প্রচারণার জন্য আরও একটি লবিস্ট ফার্মের নিয়োগ দেয় বিএনপি। এ সব লবিস্ট ফার্মের মাধ্যমে বিএনপি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে সহযোগিতা বন্ধ করতে আহবান জানায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আইনে লবিস্ট ফার্ম নিয়োগ বৈধ। সরকার বা রাজনৈতিক দল নয় ব্যবসয়ী গ্রুপ বা বিভিন্ন সংগঠন লবিস্ট ফার্ম নিয়োগ দিয়ে থাকে। এগুলো নতুন নয়, অনেকদিন ধরে আছে। এরশাদের সময় থেকে এগুলো প্রচলিত আছে। ফলে এটা দোষের নয়, দোষ হলো এর মাধ্যমে দেশ, জনগণ ও সরকার বিরোধী প্রচারণার ষড়যন্ত্র চালানো।
র্যাবের ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনীটির বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তার মতে, র্যাব এমন কোনো বাজে কাজ করেনি যে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছে সরকার। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগতে পারে।
তিনি বলেন, র্যাব ও এর কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এটি দেয়া হয়েছে। অপপ্রচারের কারণে এই নিষেধাজ্ঞা এসেছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সুশাসন এবং দেশের ইতিবাচক ইমেজ তুলে ধরার জন্য লবিস্ট নিয়োগ করেছে। এখন দেশের স্বার্থে পিআর ফার্মের নিয়োগ দিয়েছে।
এদিকে বিদেশে বিএনপির লবিস্ট নিয়োগের বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বাংলাদেশ থেকে কোনো লবিস্ট নিয়োগ করেনি বিএনপি। আমরা যা কিছু করি, দেশকে রক্ষার জন্য করি। তাই আমরা বিদেশে লবিস্ট নিয়োগ করেছি- এটা একেবারে সঠিক নয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত