অটোরিকশা চোরদের পিটিয়ে ইউপি সদস্যসহ গ্রেফতার তিন

| আপডেট :  ২৭ জানুয়ারি ২০২২, ১১:১৬  | প্রকাশিত :  ২৭ জানুয়ারি ২০২২, ১১:১৬

ময়মনসিংহ প্রতিনিধি: অটোরিকশা চোরদের গাছের সাথে বেঁধে পেটানোর ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, এনায়েতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপিঃ সদস্য তারা মিয়া (৪৫)। বাকী সাইদুর রহমান (৩৫) ও শামীম মিয়া (৩৫)। তারাও ওই এলাকার বাসিন্দা।

বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, গত ২৩ জানুয়ারী (রবিবার) রাত সাড়ে ৯ টার দিকে এনায়েতপুর ইউনিয়নের মাঝিরঘাট বাজার থেকে স্থানীয় সাইদুল ইসলাম নামে একজনের একটি অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পরদিন ২৪ জানুয়ারী (সোমবার) সকালে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তারা মিয়া ও তার লোকজন একই এলাকার জুলহাস মিয়া (২৪), মো. বাবু (২২) ও রিপন মিয়াকে (২৫) বাড়ী থেকে ধরে নিয়ে আসে। এমতাবস্থায় ওই তিন যুবককে অটোরিকশা চোর সন্দেহে মাঝিরঘাট বাজারে একটি গাছের সাথে বেঁধে শারিরীক নির্যাতন করে।

পরে বিকালের দিকে স্থানীয় চেয়ারম্যান বুলবুল হোসেন তাদের জিজ্ঞাসাবাদ করলে অটোরিকশা চুরির কথা স্বীকার করে এবং গাড়ি ফেরত দিবে বললে তাদের ছেড়ে দেয়া হয়।

এ ঘটনার পর নির্যাতনের একটি ভিডিও ও কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্জল্যের সৃষ্টি হয়। পরে নির্যাতিতরা থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ বিষয়ে চেয়ারম্যান বুলবুল হোসেন বলেন, তারা চুরির বিষয়টি স্বীকার করার পর অটোরিকশা ফিরিয়ে দেওয়ার শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে, তাদের নির্যাতন করা হয়েছে কিনা বিষয়টি আমার জানা নেই।

মোল্লা জাকির হোসেন আরও বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত