অনলাইনে জুয়া: মালয়েশিয়ায় ৫ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়া অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, বাংলাদেশকে লক্ষ্য করে অনলাইনে এই জুয়া পরিচালনা করতো একটি চক্র। এর গ্রাহকও বাংলাদেশি।
ওই দিন কুয়ালালামপুরের জালান ক্ল্যাং লামায় একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এতে বলা হয়, ওই এলাকার একটি ফ্ল্যাট থেকে অনলাইনে জুয়া পরিচালনা করা হতো। গ্রাহকদের কাছ থেকে দৈনিক ১০ হাজার রিঙ্গিত নিতো তারা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় দুই লাখ টাকা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বুকিট আমানের সিআইডির পরিচালক জলিল হাসান জানান, গত জানুয়ারির মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৮২৬টি স্থানে জুয়াবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। সেই ঘোষণার পরদিনই এই অভিযান চালানো হয়।
অভিযান শেষে ঘটনাস্থলে সিইআইডির প্রধান হাবিবি মাজিনজি জানান, বহুতল ভবনের ৪০তম তলা ভাড়া নিয়ে অনলাইন জুয়া পরিচালনা করা হতো।
তিনি বলেন, অভিযানকালে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে কম্পিউটার ও হেডফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার এক ব্যক্তি জানান, কয়েক মাস বেকার থাকার পর বাংলাদেশি এক এজেন্ট কাস্টমার সার্ভিস পদে তাকে নিয়োগ দেয়। এর আগে কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত