ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া বাবা

| আপডেট :  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২  | প্রকাশিত :  ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে নিজের সন্তান মো: মাহামুদুল হাসানের (৩৪) এর অত্যাচারে বাড়ি ছেড়া বাবা মো: ইউসুফ আলি হাওলাদার (৬০)। উপজেলার আয়লা গ্রামে এ ধরনের বর্বর ঘটনা ঘটেছে।



ছেলের অত্যাচারে ছাড়তে হয়েছে নিজ ব্যাবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে মাথা গোজার ঠাই টুকু। এঘটনায় ইউসুফ আলী হাওলাদার গত বছর তার বড় ছেলে মাহমুদুল হাসান এর বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা দায়ের করেন।

 

 

 



 

 

 

যার মামলা নং- ৫৪৬/২১। সেই মামলায় মাহামুদ জেলও খেটেছেন কয়েকদিন। জেলে থাকা অবস্থায় নিজ পিতার কাছে ক্ষমা প্রার্থনা করে। এতে ইউসুফ হাওলাদারের মন নরম হয়ে যায় ও তিনি তার পুত্রকে জামীনে মুক্ত করেন। জেল থেকে বের হওয়ার পরেই আবারো দিগুন হারে নিজ পিতার উপর অত্যাচার শুরু করে ও সকল কিছু দখল করে নিয়ে ছোট ভাই ও পিতাকে ঘর থেকে বিতারিত করে মাহামুদ।

 

 

 

 



 

 

 

মো: ইউসুফ বলেন, আমার সকল ব্যবসা প্রতিষ্ঠান, জমিজমা ও বসত বাড়ির মালিক আমি। আমার চার সন্তানের মধ্যে মাহামুদ বড়। ও বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি দখলের জন্য বিভিন্ন সময় গন্ডগোল করতে থাকে। ও আমার কছে দশ লক্ষ টাকা দাবি করে। আর না দিলে আমার সকল ব্যাবসা বাণিজ্য কেড়ে নেওয়ার হুমকি দেয়। মাহামুদের এ দাবি আমি পূরণ করতে না পারায় গত বছর (২০ ডিসেম্বর ২০২১) আমার ব্যাবসা প্রতিষ্ঠানে ঢুকে আমার বিকাশ, নগদ (মোবাইল ব্যাংকিং) ও ক্যাশ বক্সে থাকা সকল টাকা পয়সা নিয়ে যায় ও আমাকে মারধর করে জখম করে। পরে আমাকে এলাকার লোকজনে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, এই ঘটনা দীর্ঘদিনের। এই সকল বিষয় নিয়ে অনেক বার শালিস মিমাংসা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

 

 

 

 



 

 

 

স্থানীয়রা আরো জানান, শালিস বিচারের পর মাহামুদ কয়েকদিন শান্ত থেকে আবরো একই কাজ শুরু করে।

উদাসীন প্রশাসন মাহামুদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার বাবাকে কোনো ধরনের আঘাত করিনি।

 

 

 

 



 

 

 

 

 

বর্তমানে ইউসুফ আলী হাওলাদার তার ছোট ছেলে মুজাহিদকে নিয়ে পথে পথে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত