স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি দুই দিন
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাধ্যমিক পর্যায়ে স্কুল ও কলেজে সশরীরে পাঠদান শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। করোনা পরিস্থিতিতে গত জানুয়ারিতে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়। ফলে যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে তা শুরু হবে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্কুল-কলেজ খোলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ডা. দীপু মনি বলেন, নতুন কারিকুলামে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি দুই দিন কাটাতে পারবেন। আগে শুধু শুক্রবার ছুটি ছিল। নতুন পাঠ্যক্রম বাস্তবায়ন হলে শনিবারও ছুটি থাকবে।
তিনি বলেন, ৬২টি মাধ্যমিক স্কুলে নতুন কারিকুলামের পাইলটিং ২২ ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে শুরু হবে। তবে প্রাথমিকে তা মার্চে শুরু হবে।
শিক্ষামন্ত্রী বলেন, কেবল দুই ডোজ করোনা টিকা নেওয়া শিক্ষার্থীরা স্কুলে যাবে। বাকিরা বাড়িতে থেকে অনলাইন ও টিভিতে ক্লাস করবে।
এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিকী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত